আমার মরন জানিনা হবে কবে কোথায় কখন,
নির্ধারিত মরন অবধারিত মরন।
যেথায় যেদিন যেসময় আসে গো মোর মরন,
সেথায় সেদিন সে সময় পাই যেন
হে প্রিয় রাসুল সাঃ তোমার দর্শন।
তোমাকে দেখে দেখে মরব হাসি মুখে
দুঃখ ভুলা এ মরন হবে আমার সুখের মরন।
এ মরনে ধন্য হবে অনন্ত জীবন।।
মরনে কথা যখন হয় গো স্বরণ,
অজানা এক ভয় সবার মনে করে বিচরণ।
আমার আবার ভয় কিসে
হে রাসুল সাঃ তুমি যদি থাক পাশে,
হাসি মুখে সে মরন আমি করব বরণ।
ঈমানী এ মরনে ধন্য হবে অনন্ত জীবন।।