ধুমপানে বিষ পান
প্রবাদ তব সত্য,
সত্য জেনেও মানবজন
ধুমপানে অতিমাত্রায় আসক্ত।
কি লাভ আছে?
অগ্নিমাখা ধুয়ার মাঝে,
উওর দিবি কি? পায়ী একজন।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ,
ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারন।
আমরা মুক্ত আমরা স্বাধীন
আমরা শিশু আমরা নবীণ,
আমরা কোমল সুদর্শন
আমরা সবাই ধুমপান মুক্ত জীবন।
মোদের কাছে কেহ পানিলে
অস্থিরতা আসিজড়ে,
ধুমপান মুক্ত পরিবেশ চাই
মোদের নিবেদন।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ
ধুমপান ছোটদের কাছে ঘৃনার কারণ।
ধুমপান করাত অতল ক্ষতিসাধন
ধুমপান মানে ধ্বংস স্তূপে পদচারণ ধুমপান সমাগত বিপদ
ধুমপানে মৃত্যুর কিস্তি পরিশোধ।
ধুমপান তামাক টিভি ক্যন্সার এজমার বাহন,
ধুমপানে বিপন্ন জীবন।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ
ধুমপান বহুবিদ রোগের কারণ।
ধুমপান অর্থ অপচয়
কিয়দংশ লাভ নেই সর্বস্ব ক্ষয়,
অপচয়কারী শয়তানের ভাই
মহাপুরুষগন জীবনে নাহি ধুমপায়,ধুম ভীষণ দুর্গন্ধ রবের অপ্রিয়ক্ষন ইবাদত মন্জুর নাহি হবে তার সর্বহেয় প্রতিফলন।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ
ধুমপান অনুগ্রহের ফেরেশতা দুরে থাকার কারণ।