অযু করি পান করিলাম
এক অন্জলী বারি,
দাড়িয়ে আমি সুন্নাতের
অনুসরন রক্ষা করি।
তখনই তৃপ্তি সুধা
লইল আমায় ঘিরি,
সুমিষ্টি বারিতে প্রশান্তি এল
হৃদয় মোর জুড়ি।
এমন তৃপ্তি সুধা পাইনি কভু
একদিন বিনা,
যে দিন পানেছিলাম আবে জমজম এমনইত ছিল সুধা।
হে অযুঅবশিষ্ট বারি,
তোমাতে কি? মিশেছেগো
প্রভুর অনুগ্রহের ছড়ি!
নইলে এমন তৃপ্তি সুধা
আসত কোথাহতে,
নাকি মিশেছেগো তোমাতে
কাওছারের ক্ষীন বিন্দু এ ধরাতে।
এমন তৃপ্তি সুধা প্রশান্তির প্রতিক্ষায়
আমি দিবস রাত,
মর্মে মর্মে উপলদ্ধি করি
জমজম আর তোমাতে নাই তফাৎ।
ভূপৃষ্টের সাধারন বারি
পানের নিয়ম বসিয়া,
আবে জমজম আর তুমার নিয়ম
কেনগো?দাড়াইয়া।
এইযে তোমাদের দুজনার
এই অন্তঃমিল,
স্বাদ মর্যাদায় সত্যি তোমাদের
নাই তেমন গরমিল।
পানকর হে সকল অযুঅবশিষ্ট বারি,
তৃপ্তি প্রশান্তি অনুগ্রহ রবে তোমায় ঘিরি।
*বাস্তব উপলদ্ধি থেকে আমার এই ক্ষুদ্র প্রয়াস,কবিতটি পড়ে যদি মুসলমান ভাই বোনেরা অযুঅবশিষ্ট পানি দাড়িয়ে পান করা সুন্নাত, এই আমলটুকু একজনও পালন করেন তবেই আমার প্রচেষ্টা সার্থক* আর কেউ ইচ্ছে করলে মসজিদ মাদ্রাসার অযুখানায় এ কবিতাটি লিখে প্রচার করলে আরও ভাল হবে।*
*নাসির নগর, বি,বাড়ীয়া,*