ধরত্রীতে সব কিছুর আছে দারুন প্রভাব,
মানুষের শুধু প্রকৃত মনুষত্বের বড়ই অভাব।
হাত,পা,চোখ,কান থাকলেই যদি মনুষত্ব হত,
নির্বোধ বানর তবে মানুষ হবেনা কেন।
রক্ত মাংস থাকলেই যদি মানুষ বলাহত,
হাতী,বাঘ,সিংহের চেয়ে বড়মানুষ কে?হতেপারত।
গভীর জলে ভ্রমন যদি হয় মানুষের বড়ত্ব,
তিমি,কুমির জলচররা কেন মানুষের মর্যাদা হতে বন্ঞিত।
মহাকাশে শূন্যে মর্গে বিচরন যদিহয় বিজ্ঞজন পরিচয়,
ঈগল,শুকুন নভোচররা মানুষকি নয়।
মুখের বুলিতে যদি হয় মনুষত্ব পূর্ণ,
ময়না,তোতা শালিকরা তবে মানুষবলে গণ্য।
অনর্গল ভাষণ,অনবরত চেছাঁনই যদি হত মানুষের কেরামতি,
ঝিঝি পোকা,ব্যঙ আর গাধার চেয়ে শ্রেষ্ট মানুষ কেউ হতে পারত কি।
পোশাক পরিচ্ছদে ব্যহিক ফ্যাশন যদি হয় মানুষের পথ চলা,
ময়ূর,প্রজাপতি,হরিণকে কেন
হয়না মানুষবলা।
বৈধ অবৈধ খেয়াল না রেখে যৌনসম্ভোগ করা ইতর প্রাণীর স্বভাব,
মানুষও যদি তাই করে হায় মানুষ পশুর রইল কোথায় তফাৎ।
মানুষ গড়েছে সৃষ্টিকর্তা নিজের অবয়ে,
অনেক অজানা বিষয় দিয়েছে শিখিয়ে।
ইলম হল মানুষের আল্লাহ প্রদও বিশেষ অনুদান,
তাইত মানুষ সৃষ্টিরসেরা
আশরাফুল মাখলুকাত।
মনোনীত করেছেন ইসলামকে তিনি পূর্ণাজ্ঞ দ্বীন হিসেবে,
মনুষত্ব হয় বিকশিত আল্লাহ রাসুলের পথে যেজন চলে।