দৌলতপুরে খুঁজে পেয়েছিল
ইরাণী সেই ফুল,
বিশ্ব ব্রহ্মাণ্ডের বিদ্রোহী কবি
কাজী নজরুল।।
চুরুলিয়ায় জন্ম হলেও
সে যে দৌলতপুরের,
মুগ্ধ হয়ে সুভাস নিয়েছিল
নার্গিস ফুলের।।
আমতলায় বসে নজরুল
লিখত কবিতা গান,
নার্গিস প্রেমে সর্বদাই তার
উদাস থাকিত প্রান।।
নার্গিস তাহার মানসবধুঁ
ফল্গুধারায় বৃষ্টি,
নিঃসন্দেহে কবি নজরুল
দৌলতপুরের সৃষ্টি।।
লেখাঃ ২০-০৫-২০১৫ইং