আশা করি ভাল থাকবে,
যন্ত্র সভ্যতার এ তান্ত্রিক যুগে
            কেউ চিঠি লিখেনা
তবুও
এ ছাড়া আমার আর কোন মাধ্যম ছিলনা ।
মূল কথায় চলে আসি,
প্রকৃতপক্ষে
আমি তোমাকে অনেক দিন যাবত
            খুব পছন্দ করি,
হয়তোবা তোমার নাম কি
নয়তোবা তোমার বাড়ি কোথায়
            আমি কিছুই জানিনা,
তারপরও যখন তোমাকে দেখি
আমার বুকের বাম পাশে
অন্যরকম একটা শিহরণ জাগে ।
আমি জানিনা কেন এমন হয়,
হয়তোবা আমি তোমাকে কোনদিন
             ভালভাবে দেখিইনি,
তবুও
তোমার কথা ভাবতেই কেমন ভাল লাগে ।
হয়তোবা আমার দিকে ভালভাবে
             কোনদিন ফিরেই তাকাওনি,
তবুও এটাই সত্যি
আমি তোমাকে খুব পছন্দ করি ।
হয়তোবা তুমি
অনেকটা অবাক হচ্ছ
নয়তোবা কিছুটা হাসছ,
তুমি যেমনটাই ভাবনা কেন
আমার কিছুই যায় আসেনা ।
হয়তোবা আমি তোমাকে
ঠিকমত বুঝাতে পারছিনা,
যদি তাই হয়
ভেবে নেব এটাই আমার
             চরম ব্যর্থতা ।
তুমি কি আমার কথাগুলো একবার
মনে মনে ভেবে দেখবে ?
হয়তোবা তোমার চোখে
             আমার চেয়ে
অনেক সুন্দর, স্মার্ট, নম্র, ভদ্র
একটা ছেলেকে ভাল লাগে,
নয়তোবা এমন কাউকে খুঁজছ
তারপরও আমি একটা মানুষ ।
জীবনে কারো কাছে
এতটুকু ভালবাসা চাইনি
             যদি সে ফিরিয়ে দেয়,
তবুও
অনেকটা আশা নিয়ে
বলে ফেললাম তোমাকে ।
জীবনের প্রথম বাস্তব অভিজ্ঞতা
জানিনা কতটুকু বুঝাতে পেরেছি,
আর যদি আমার কথা
             নাইবা রাখতে পার
             তারপরও বলে দিও,
ভেবে নেব আমারই দুর্ভাগ্য ।
তোমার জবাবের অপেক্ষায় রইলাম,
তোমাকে ফোন করতে বলবনা
তবুও
তোমার ফোনের আশায় থাকব ।