আমি এখনো তোমায় খুঁজে বেড়াই
তন্দ্রাহীন রাতের আকাশে,
কল্পনার তুলি দিয়ে তোমার ছবি আঁকি
দ্বিপ্তোজ্জল জোনাকের সাথে ।
আমি তোমায় অবিরত খুঁজতে থাকি
ভোরের শিশির কণায়,
আমি ততদূর তাকিয়ে থাকি
যতদূর দেখা যায় ।
আমি এখনো তোমায় খুঁজে বেড়াই
শেষ বিকেলের প্রজাপতির ডানায় ।
আমি আজও তোমায় খুঁজি
পাখির কলকাকলির সাথে,
মোয়াজ্জিনের আজান দেয়া ভোরে ।
খুঁজি তোমায় বিশাল সাগরের কিনারায়
শুধু তোমায় খুঁজি দূর আকাশের নীলিমায় ।
আমি তোমায় খুঁজে বেড়াই
বাতাসের তীব্র ছুটাছুটিতে ।
তোমায় খুঁজতে গিয়ে আমি এখনো
স্নান করতে ভুলে যাই ।
আমি তোমায় খোঁজার জন্য গভীর সমুদ্ররের
তলদেশে যেতে চাই
যদিও তুমি সেথায় নাই ।
আমি আজও তোমায় খুঁজি
আমন ধানের ক্ষেতের আইলে,
আমি তোমায় খুঁজে যাই
পথ হারা পথিকের বেশে ।
শুধু তোমায় খুঁজে আমি
অতীতের পথে বার বার হারাই ।
আমি তোমায় খুঁজি
বাবলা বনের ঈশান কোণে ।
শুধু তোমায় খুঁজে বেড়াই
ঝলমলে রোদের আলোতে
বান ডাকা তুফানের ভীরে,
শত শত ঝিঁঝিঁ পোকার গুঞ্জন স্বরে ।
আমি এখনো তোমায় খুঁজে বেড়াই
শান্ত নদীর আশান্ত স্রোতে ।
আমি এখনো তোমায় ভালবাসি
সেই আগের মতই ।
আর তাইতো
তোমায় খুঁজে যাব ততদিন,
যতদিন পৃথিবীতে ভালবাসা থাকবে ।