বিবেকের দংশনে
আজ আমি ক্ষত-বিক্ষত,
প্রতি মুহুর্তে অভিশপ্ত হচ্ছি
অন্তরাত্মার অপদস্থের কষাঘাতে।
অপমানের হাজারো ঢেউ
         ক্ষনে ক্ষনে এসে,
আমার হৃদয় তীরে আছরে পড়ে।
লাঞ্ছনার শত সহস্র ধূলিকণারা
আকাশ বাতাশ ভারী করে
আমার নিঃশাস থামিয়ে দেয়;
         অবিরত ঝরতে থাকা
দু-চোখের নোনা জলে এখন
রক্তের গন্ধ পাই
হেয় পতিপন্ন মনে আজ বুঝি আর
           বাসনার কোন স্থান নেই≠
তোকে দেখার শত কামনায় বাসনায়
অপেক্ষায় থাকা কলুষিত হৃদয়ের
                 এক ফোটা আহ্লাদ
আজ "বিরক্ত" নামে আখ্যায়িত।
তোর অবহেলার সাগরে
আজ আমি তলীয়মান।
            তাই
আর বিরক্ত করবোনা।
ক্ষমাও চাইবোনা আজ
        শুধু বলবো
অভিশাপের চুড়ান্ত সীমানায়
পৌছে দিস আমায়
তোকে "বিরক্ত করি বলে",,,