ঘড়িতে বিকেল পাচঁ-টা বাজে,
চা-টা হাতে দাঁড়িয়ে,
বিকেলি আজ বধু সাজে
মনটা দিলো নাড়িয়ে।
তার শরীরের শীতল হাওয়ায়
দুঃখ দিলো সারিয়ে,
হাওয়া আমায় আস্তে করে
মনটা দিলো নাড়িয়ে ।
মনের সুখে যেই আকাশে
নয়ন দিলাম বুলিয়ে
অমনি দেখি পাখিরা সব
আসছে ডানা মেলিয়ে।
পাখিরা সব গীত গাইছে
দিচ্ছে বধু সাজিয়ে,
বিকেলি আজ শ্রেষ্ঠ বধু
সব বধুকে হারিয়ে।
-মনির উদ্দিন নিয়াজি