এই বটের ছায়ায়
মাটির মায়ায়
বাধলে আমায় তুমি
তুমি মাতৃভূমি
স্বদেশ আমার
আমার জন্মভূমি।
ক্ষেতের পাকা ধানে
দোলা দিয়ে যায়
নিত্য কোমল হাওয়া
অবাক চোখে
চেয়ে দেখি
পাল তোলা নাও
বয়ে যাওয়া।
কামার, কুমার
তাঁতী, শ্রমিক
কত কষ্ট করে,
দেশ গড়তে
ব্যস্ত হয়ে
আপন কর্ম করে।
জীবন বাজি রেখে
দেশের জন্য
যুদ্ধ করেছে যারা,
গভীর চিত্তে
করছি স্বরণ
শহীদ হয়েছেন যারা।
আমার দেশে
আমরা সবাই
থাকব মিলে মিশে
দেশের স্বার্থে
সব ভেদা ভেদ ভুলে
মিলব অবশেষে।