গল্প, কবিতা, গান লেখা
অত কি সহজ কাজ!
আগে না বুঝে, কবি সেঁজে
পাচ্ছি এখন লাজ।
চলি এলোমেলো, কাঁধে ব্যাগ ঝুলানো
পাজামা, পাঞ্জাবী গায়,
পথ চলতে উপহাস শুনি,
বলে; দ্যাখ! ঐ কবি যায়।
আমায় নিয়ে ব্যাঙ্গ করে,
কেউ হাসে চাপা হাসি,
ভালো লাগে এখন
যখন কেউ বসে পাশাপাশি।
পণ করেছি কবি আমি হবো
যখন সেঁজেছি কবির সাঁজ,
সকল উপহাস, অপমান পুঁজি করে
গল্প, কবিতা, গান লিখছি আজ।।
(এই কবিতাটি, ঢাকা জেলার, দোহার উপজেলা থেকে প্রকাশিত কবিতাপত্র "সেতু বন্ধন" এ শারদীয়-১৪১৭ বঙ্গাব্দ সংখ্যার ১৮নম্বর পৃষ্ঠায় প্রকাশ হয়েছে।)