গরীব বলে ঈদের খুশি
আমার মাঝে নাইরে!
নতুন জামা, নতুন জুতা
কোথা আমি পাইরে?
ভাবছো; নতুন জামা, জুতা
ঈদের খুশির মূল!
শোন তবে ভাবনা তোমার
আগাগোড়া ভুল।
সারা বছর রোজার মত
অনাহারে থাকি;
রোজা এলেই সুখ পেয়ে
দেই সকল দুঃখ ঢাকি।
রোজার মাসের অনাহারে
মিলে অনেক পুণ্য ;
বছর জুড়ে অনাহারের
নেকীর খাতা শূন্য!
রোজা শেষে ঈদের মাঠে
নামাজ পড়ি যখন;
পাপরাশি সব মুছে
আমি মাছুম বাচ্চা এখন।
এর চেয়ে খুশি বলো
কি আছে আর ভবে,
নতুন জুতো, জামা নিয়ে
কি হবে আর তবে?