চলো বন্ধু পথে নামি আরও একবার
গড়ি শপথ দীপ্ত হাতে
বাঁচাবো আগামীরে
বাঁচব একসাথে
চলো বাঁচি একসাথে
বাঁচাই এ বাংলারে
বাঁচি সবুজের সমারোহে
ফসলের সুঘ্রাণে
কৃষক ও দিন মজুরের ঘাম ঝড়ানো মেঠোপথ ধরে হাঁটি বহুদূর
করি চড়ুইভাতি আরও একদিন
চলো সবাই সাজি কাকতাড়ুয়ার সাজে
দূর করি যত রাহুর বলয় এ বাংলা থেকে
চলো না বন্ধু বাঁচি একসাথে
বাঁচি মুক্তির আনন্দে
বেরিয়ে আসি পরাধীনতার শৃঙ্খল ভেঙে
হাসি প্রাণ খুলে
ভুলে গিয়ে সব সংশয়
মাতি জয়ধ্বনিতে
মুখরিত হোক চারিদিক পাখির কলতানে
বিল-ঝিল ভরে উঠুক পদ্ম, শাপলা আর শালুকে
প্রকৃতি ফিরে পাক প্রশস্তি
চাই অনাবিল শান্তি
আর কত বয়ে বেড়াব এ রূদ্ধশ্বাসের জীবন
চলো ঝেড়ে ফেলি সব জঞ্জাল
চলো বদলাই নিজেকে
বদলাই আমাদের দৃষ্টিভঙ্গিকে
রুখে দাঁড়াই সমস্ত অশনি শক্তির বিরুদ্ধে
মুক্ত হাওয়ায় ভরে উঠুক বাংলার প্রতিটি প্রান্তর
কোনায় কোনায় মেতে থাকুক শিশুরা
আনন্দ-উল্লাসে
খেলার মাঠ ভরে থাকুক তাদের গুণ গুণ কলরবে
স্বপ্নের ডানা মেলুক পাখা স্বাধীন আকাশে
বাতাসে ভেসে বেড়াক তাদের সুমধুর ধ্বনি
বেরিয়ে আসুক বোকা বাক্সের মোহজাল ছিড়ে
হাসুক এ পৃথিবী
হাসুক প্রতিটি নিষ্পাপ প্রাণ
চলো ভুলে যাই ভেদাভেদ যত
গড়ি আবারও এক নতুন দিগন্ত
চলো আবারও নামি রাজপথে
রাখি হাতে-হাত
মিলাই কাঁধে-কাঁধ
এ বাংলাতো তোমার-আমার
আমাদের সবার
কি করে ভুলে যাই আমাদের দায়ভার
কিসে এতো সংকোচ
কিসে এতো সংশয়
মেতেছি পরিচয় আত্মগোপনে
বাঙালি জাতি তো নির্ভীক, দূর্বার
চলো ফিরি আপন নীড়ে
লাল-সবুজের আহবানে
লাখো শহীদের সম্মানে
চলো বাঁচাই এ বাংলারে
বাঁচি একসাথে।