বিজ্ঞ বলে জাহির করা মূর্খ কর্মী কিছু
প্যাঁচের কাঠি হাতে নিয়ে ঘোরে সবার পিছু।
মাকাল তারা মূলত তাদের নেইকো কোন লাজ
আত্মসিদ্ধি করতেই কেবল ধরে নানান সাজ।
পলকেই তারা পল্টি মারে সুযোগেতে ল্যাং
বিপদ নামের গন্ধ পেলেই ধরে আবার ঠ্যাং।
চাটুগিরি করে সদা কাজে নেই মন
চাতক পাখি হয়েই কাটে তাইতো আজীবন।
ভাবটা তার এমন যেন সব জান্তা সমশেদ
আড়ালে পাক থুথু-গালি নেই তাতে প্রভেদ।
কৃতজ্ঞতা নেইকো মুখে নেইতো সাধুবাদ
আত্ম অহংকারে লম্ফ মারে ফলায় আপন মতবাদ।
পশ্চাদে তার ময়ূর পালক ভাসায় সুখের ভ্যালা
নিত্য খেলে দক্ষ কর্মীর আবেগ নিয়ে খেলা।
আগ্রহ নেই শেখার কোন, না কাউকে শেখায়
মাস্টারপিস মন্ত্র তাদের, কাজ রাখতে হবে মুঠোয়।
বিরাগ তাদের নির্ভারতায় বিশ্বাসে নেই স্বস্তি
আমলাতন্ত্রে চলে তারা বিকল তাদের অস্থি।
মিথ্যে তাদের অমৃত সুধা সত্য আক্কেল বন্দি
সরলপন্থির মুখোশ পরে করে ফিকির-ফন্দি।
আয়না দেখে মুচকি হাসে শেয়াল চালাক আমি
নাচবে সবাই আমার কথায় কাউকে কি আর মানি।
অন্ধের দেশে এরাই রাজা করছে ব্যবস্থাপনা জারি
কর্তব্য বিমূঢ় আমরাই কেবল করছি অফিস ভারী।