এসো, হাতটি ধরো
তোমায় নিয়ে যাব আমার স্বপ্নালোকে
এনে দেব রঙিন এক পৃথিবী
রাঙিয়ে দেব ভালবাসার সাতরঙে
করবো খুনসুটি সারাক্ষণ দুজনে
ভালবেসে যাব জন্ম থেকে জন্মান্তরে
এক পৃথিবী ছেড়ে অন্য আরেক পৃথিবীতে
হবো জোড়া শালিক
উড়ে বেড়াবো শংখচিলের মত ডানা মেলে
এসো, এসো হে প্রিয়তমা
পদ্মফুলে ঘেরা আমার হৃদয়ের কুটিরে
মিশে যাবো আজ সুখের পরম আবেশে
তোমার খোপায় বেধে দেব হাছনাহেনার মাল্য
গোলাপের সুবাস লেগে থাকবে তোমার অঙ্গ জুড়ে
হবে মৌ রাণী আমার হৃদয়ের বাগিচায়
এসো, এসো হে প্রণয়িনী
করো বিচরণ সদা আমার কল্পালোকে
তুমি যে মোর স্বপ্নরাণী
ইচ্ছে ডানায় চড়ে ঘুরে বেড়াবে তুমি
মেঘের ভ্যালায় ভেসে ভেসে পূরণ করবো তোমার সব ইচ্ছে
সমস্ত গ্রহ, উপগ্রহ আর নক্ষত্র খচিত হাড় পরাবো তোমার গলে
আকাশের সব তারা ঝরে পরবে তোমার হাসিতে
হার মানবে চাঁদের আলো তোমার শুভ্রতার কাছে
বিজলী খেলা করবে তোমার ও দুটি কাজল কালো আঁখিতে
হারিয়ে যাব আজ দুজন দুজনাতে
এসো, এসো হে স্বপ্নচারিণী
এসো ধন্য করো এ জীবন, ধন্য করো আমার স্বপ্নকে।