তোমরা আমায় যারা যাযাবর বলো
চেয়ে দেখো আমিও বাস্তবতা বিমুখ নই
জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে
দিনশেষে আজ দাঁড়িয়ে আছি অন্তিমকালে।
দায়িত্ব বলতে ছিল না কিছুই
এড়িয়ে চলেছি যত দায়ভার
ফেলে আসিনি কোন স্মৃতিময় সময়।
আফছোস বা ঘৃণা রাখিনি অতীতের প্রতি
যতটা পথই পেরিয়ে এসেছি
শুধু চেয়েছি নিজের মত বাঁচতে।
চেষ্টা করেছি নিজের প্রতি সৎ থাকতে
কখনো পেরেছি কখনো পারিনি।
কখনো কখনো দূরের মানুষ হয়েছে অতি আপন
কখনো বা আপন মানুষ হয়েছে দৃষ্টির অগোচর
হিসেব রাখিনি কোনো
শুধু চেয়েছি নিজের মত চলতে।
কাউকে দেয়ার মত কিছুই ছিল না আমার
আত্মত্যাগ আর আত্মবিশ্বাসই ছিল জীবনের চালিকা শক্তি
পাওয়া না পাওয়ার ছিল না কিছুই
রাখিনি জমা কোন অভিমান
শুধু চেয়েছি নিজের মত বাঁচতে।
প্রতিষ্ঠিত কোন পরিচয় ছিল না আমার
ঘুরে বেড়িয়েছি জীবনের রাজপথে স্বচিত্ত্বে
কোথাও হয়েছি সম্মানিত কোথাও অবহেলিত
আত্মমর্যাদা নিয়ে চিন্তা করিনি
মনে রাখিনি সেসব অংক
শুধু চেয়েছি নিজের মত চলতে।
জীবনের তাগিদে বিচরণ ছিল সর্বময়
হাজারো বার বাজি ধরেছি নিজেকে নিয়ে
কোথাও জিতেছি কোথাও হেরেছি
তাতে ছিল না কোন উচ্ছ্বাস, হতাশাও নয়
প্রাপ্তির খাতা খুলে দেখিনি কোনদিন
শুধু চেয়েছি নিজের মত বাঁচতে।