অনুতাপ
মনির হোসেন

মোর চলার পথে অবেলা দাঁড়িয়ে বাজাও কেন বীণা?
তব সুর শুনে আমি আর ঘরকোণে থাকতে পারি না।
                           পাগলের মতো ছুটি অবিরাম
                           ফেলে রাখি সব যত কাজকাম
এসে দেখি দুয়ারে বাঁধভাঙা জোয়ারে উঠিছে ফেনা,
ভাসাতে চাই তরী সেটা কি আর পারি আছে যে-কী দেনা!

কী মনে করে বীণার তারে বিরহী সুর তুলে রাখ,
বেলা-অবেলায় কেন যে হায় উদাস সুরে ডাক ডাক!
                          তোমার এ সুর আমার অন্তরে
                          ধূসর পালকে সাতরঙ ধরে
আশা যত পুষি হৃদে সব ভেঙে চুরমার হয়,
বাদল জলে ভাসে দলেদলে হৃদয়ে ছিল যত ভয়।

শোকের অনল জ্বলছে যেমন তোমার হৃদয় তলে,
সম-দশায় পুড়ছি আমি এ আগুন দিনরাত জ্বলে।
                     সাদা কবুতর ঐ আকাশে উড়ে
                     হাতছানি দেয় থাকে দূরে দূরে,
তবু কালো আঁধারে আমি টিমটিম আলো জ্বেলে রাখি
এ পাষাণ চোখে প্রিয়মুখ দেখে টলমল করে আঁখি।

পাবলিক লাইব্রেরি, কিশোরগঞ্জ
১৫/০৭/২০০৬ ইং