কর্তা, আমি ও সংসার
মনির হোসেন
অফিসকর্তার মন ভালো না খবর কানে এলে
দিবা-নিশী কাটাই সেথা বউ-পোলাপান ফেলে।
‘এটা আনি ওটা আনি’ খাবার জিনিস যত
পকেট তখন শূন্য হলেও ঋণ করে যাই শত।
অফিসকর্তার মেজাজ গরম কখনো যদি হয়
কাজ করে যাই তোষামোদে সবকিছুতে নির্ভয়।
আবার যখন রাগ করেন স্যার, কইনা তখন কিছু
গালি-গালাজ হজম করি মাথা করে নিচু।
অফিসকর্তার সকল কাজে ঠিক চামচা সেজে রই
ন্যায়-অন্যায় না বুঝে ভাই ‘জি-স্যার, জি-স্যার’ কই।
অফিসকর্তার বাসার কাজে হুকুম কভূ পেলে
তড়িঘড়ি ছুটি সেথায় বউয়ের আর্জি ফেলে।
বউ-তো আমার আচ্ছা বেটি জেদ করে মোর সাথে
ইচ্ছেমতো ঝগড়া করে দিনের শেষে রাতে।
রেগেমেগে তেড়ে আসে প্রশ্নবানে মারে
কথার পিঠে কইলে কথা হাম্-তুমারী করে।
আমার দিকে চোখ রাঙায় সে ‘সোনার চাঁন যাদু!’
বসের বাসায় পাইছো বুঝি নতুন ফুলের মধু!
বউকে আমি বুঝাই কতো বুঝ মানে না অবুঝ
জানেনা সে আমার বুকে সে-ই চিরসবুজ!
কাদের সিনথেটিক ফাইবার্স লি., কোনাবাড়ী, গাজীপুর
২৫ নভেম্বর, ২০০৭।