ভুইত্তামারা মিছা
মনির হোসেন
ভেইন্না বেলা কইছে ক্যালা
হাইঞ্জা বেলার কথা,
গাংগের ঘাডে বইস্যা ছিল
নিয়ে নানান ছুতা।
হাচা কথা মিছা কথা
রং লাগায়া কইছে,
নিজের কথা গোপন রাখে
তারও মনে লইছে।
এই পোলাডা হারা বচর
পিছন পিছন ঘুরত,
আলতা দিয়া হিতা দিয়া
আজাইরা বুল বোলত।
অবশেষে ভালবেসে
ধরা খাইছস আইজ,
কিলাইয়্যা তর কোমড় বাংব
অইয়া যাইবে সাইজ।
এদিক ওদিক ভাইব্যা শেষে
কইছে কথা হাছা,
গাংগের ঘাডের হগল কথা
ভুইত্তামারা মিছা।
গৌরীপুর, ময়মনসিংহ
২৪/০৫/২০২০ ইং
প্রমিত উচ্চারণ : ভেইন্না বেলা = সকাল বেলা
কইছে ক্যালা = কে বলেছে, হাইঞ্জা বেলা= সন্ধ্যার সময়
ঘাডে=ঘাটে, ছুতা=অজুহাত, হাচা কথা=সত্য কথা
হারা বচর=সারা বছর, হিতা=মেয়েদের চুল বাঁধার ফিতা, আজাইরা বুল=অযথা কথা, ভুইত্তামারা=অনেক বড়