চলো
মনির হোসেন

চলো মেঘ হই, শরতের আকাশে তুলোট সাদা মেঘ
পাহাড় ছোঁয়ার দৃঢ় প্রত্যয়ে,
চলো নীল হই, আকাশের মতো, সাগরের জলের মতো
মিতালী গড়ার অভিলয়ে।

চলো কাশফুল হই, শিল্পীর মনের মতো
ব্রহ্মপুত্রের তীরে,
চলো ঢেউ হই, কূলে আছড়ে পড়ি
যেভাবে পাখি ফিরে নীড়ে।

চলো ভ্রুণ হয়ে জাগি, মাটি ভেদ করে
তারুণ্যের গানে,
পত্র পল্লবে সাজাই পৃথিবী, সবুজ সমারোহে
পুষ্পিত নব-প্রাণে।

চলো পাখি হই, আকাশের বুকে
স্বাধীন ভাবে উড়ি,
চলো ঝর্ণা হই, আপন গতিতে
পাহার পর্বত গিরি।

ক্রমশ:

মহাখালী, ঢাকা
১৮/০৩/২০২০ইং