সুখ ও শীতনিদ্রা
মনির হোসেন
এখনো মলয় বয় সবুজ এলোকেশে;
শুভ্রগন্ধরাজ দোল খায়; অলি ও ভ্রমর আসে।
দেনা-পাওনা আর স্বার্থ-নিঃস্বার্থের চিরন্তনী খেলা
বাধ্যবাধকতার প্রাচীর ভেঙে বহতা-নদীর মতো চলমান।
আজও রাত কেটে ভোর হয়, ফুল ফোটে, পাখি ডাকে
আকাশ তার নীল রঙ হারায় রঙের মেলায়;
লঙ্কায় আছে ক্যাপসিয়াম; অতএব সবকিছু ঠিকই আছে
শুধু মোছড়ে গেছে মোর ভালবাসা-তোমার ছন্দহীনতায়।
ছয়পায়ে পিঁপীলিকা শীতের সঞ্চয় খোঁজে
কর্মব্যস্ত মানব; সুখের স্বপনে পশরা সাজায় অনেকেই,
তুমিও যার ব্যতিক্রম নও কিন্তু আমি?
... ... আমি আজও শীতনিদ্রায় সময়ের প্রহরগুণি।
পূর্ব ভালুকা, গৌরীপুর
তারিখ : ০৮/০৬/২০০৭