রাত্রিজাগা চোখে
মনির হোসেন
দোল প্রহরে উঠোন কোণে
বেলা ডুবার ক্ষণে;
ঝোপেঝাড়ে জোনাক দেখে
পড়বে আমায় মনে।
জোনাক পোকা উদাও হলে
আকাশ ভরা তারা;
তাদের ভীড়ে পাবে তুমি?
খোঁজে হবে সাড়া।
রাত দুপুরে চাঁদের আলোয়
গন্ধরাজের ঘ্রাণে;
অনিচ্ছাতেও মলিন স্মৃতি
পড়বে তব মনে।
অনেক কিছু গোপন রেখে
থাকবে বসে একা;
রাত্রিজাগা চোখে তখন
দিয়ে যাব দেখা।
১৫৭/২, নীচ তলা, মিরপুর, ঢাকা-১২১৬।
তারিখঃ ১০/০৭/২০১৭ ইং