সাধ
মনির হোসেন

ছোট্ট একটি কুঁড়েঘর
এক চিলতে উঠোন
পিছনে কলা আর বাঁশবাগান
আধখানা চাঁদ উঁকি দেবে
আমাদের দেখতে
দু’জনই পাগল হবো
নব জ্যোৎস্না মাখতে।

উঠোনের পর পদ্মপুকুর
একটি রাউণ্ড টেবিল
মুখোমুখি দু’টি চেয়ার;
জোঁনাকিদের বাড়ি থেকে
বাতাবি নেবুর ঘ্রাণ,দখিণামলয়
তোমার এলোচুল উড়িয়ে দিবে
আমার চোখে-মুখে।

ইলশে গুঁড়ি বৃষ্টিতে দু’টি হাঁস
কিংবা পাশাপাশি দু’টি শালিক পাখির প্রেম
দোল দেবে মনে,
খুকির মতো বায়না ধরেছ, দুই হাজার বছর পর
হাঁস কিংবা শালিক হবে এই-এখানে।
বিল থেকে আনবো শাপলা
ক্ষেত সেঁচে ধরা কাদামাখা ছোটমাছ
বাঁশপাতা আগুনে রাঁধবে উঠোনের কোণে,
আগুন জ্বালতে পড়ে যাবে শাড়ির আঁচল
আমিও বসবো পাশে, চিমটি কাটবে ক্ষণেক্ষণে।

সন্ধ্যাবেলায় দুয়ার মাঝে
পথপানে তুমি একা-
সহসায় অভিমান আসবে
যখন দূর পথে আমায় যাবে দেখা।
রাত নির্জনে পাশাপাশি দু’জনে
তব মুখ আমার কানের কাছে এনে,
প্রেমময় ভাষায় বললে-
তুমি যাও দূরে, আমি একা ঘরে
একা একা থাকি ক্যামনে?

২/৩/৫, টোলারবাগ আ/এ, মিরপুর-১, ঢাকা।
১৯/০৯/২০১৩ ইং