ছি! ধিক
মনির হোসেন
দু’চোখে তার স্বপ্ন ছিল
আশা ছিল বুকে,
পাগল প্রেমে মাতাল হবে
ফাগুন এলে সুখে।
কিন্তু হঠাত বৈশাখী ঝড়
সব্ গুড়িয়ে দিল,
আলোয় রাঙা প্রভাত মেঘে
আঁধার করে নিল।
ধর্ষণকারী স্বপ্নগাড়ি
আটক দিল পথে,
কাদামাটি ছুড়ে দিল
স্বীয় ইচ্ছে মতে।
কিশোরী আজ চার দেয়ালে
আঁধার ঘরে থাকে,
মায়াময় এ পৃথিবীতে
মৃত্যু মৃত্যু ডাকে।
এভাবে আর নারী জাতি
জীবন দিবে কত?
নিপাত যাক ঐ পুরুষ জাতি
ছি! ধিক শতশত।