ভাঙ্গা সমাচার
মনির হোসেন
বাস ভাঙলো অফিস ভাঙলো
ভাঙলো শহর ঢাকা,
ভাঙ্গার গাড়ি ভাঙলো শেষে
অর্থনীতির চাকা।
ভাঙলো তারা দেশ-বিদেশে
নানান নিয়ম-নীতি,
ভাঙলো তারা নিজের দেশে
শিষ্টাচারের ভীতি।
ভাঙলো তারা মত প্রকাশে
স্বাধীনতার দ্বার,
এবার বোধ হয় ভাঙবে তারা
স্বাধীনতা যার।
বাবুজিরা পাইলে টাকা
ভাঙবে অনেক কিছু,
ভাঙ্গার গাড়ি ছুটলো এবার
গ্রামীণ ব্যাংকের পিছু।
মিরপুর, ঢাকা।
২০১৩ সালের কোন এক সময়