নির্বাচনের তফসীল ঘোষণা হলে আসে
মনোনয়ন জমা দিয়ে ভোটের জন্য আসে,
যে রাস্তায় পড়েনি পথিকের পা দুখানি
বিনা স্বার্থে আসা হয়েছে, কি করে মানি?

কাঁদাময় রাস্তা, ভাঙা ব্রিজ, বাঁশের সাঁকো
নৌকা থেকে নেমে আরো পথ পায়ে হাঁকো,
সাইকেলও চলে না মেঠাে ভাঙা পথের ঘাসে
সেখানে জন নেতা আসে প্রভাতে, বসে পাশে।

বালুর চড়, বিশাল মাঠের মধ্যে একটা বাড়ি
বাদ যায় না একটি মনুষ্য পথ পাড়ি,
রাস্তায় থাকা ভোটারও সম্মান পায় আজ
এলাকার ভোটার না হলে পাবে হয়তো লাজ।

ভোটার আম পারার জন্য গাছের মগডালে
সমর্থক দাড়ায়ে আছে, কথা বলবে বলে,
মাঝির দাড় টানা অর্ধেক হয়েছে সম্পাদন
এর মধ্যে চলে আসে ভোটের কথোপকথন।

ভিক্ষুক, মেথর, কুলি, ধনীর নাই ব্যবধান
সংবিধানে সবার ভোটের মান যে সমান,
সন্ত্রাসী, দুর্নীতিবাজ, পতিতা, চোর, বাটপার
ভোট প্রদানের অধিকার আছে সবার।

প্রার্থী ভোট চায় ভালো মন্দ সবার কাছে
জামিন লাগবে নির্বাচন শেষে, চোর বলে পিছে
চতুর প্রার্থী সবাইকে দেয় সুন্দর সুন্দর কথা
আসলে মুখে ফুলের মধু, ভেতরে শঠতা।

রাস্তা নাই এলাকায়, বিজয়ী হলে রাস্তা হবে
স্কুলের ভাঙা বেড়া সোজা হয়ে দাড়াবে,
বয়স্ক ভাতা, বিধবা ভাতা সব নাকি দিবে?
জনগণের অধিকার জনগণ ফিরে পাবে।

সব চাঁদাবাজরা চলে যাবে জেলখানায়
চোরেরা কাজ করে খাবে, যে কাজ মানায়,
সংস্কার করে গড়া হবে এই সমাজ, সভ্যতা
পাপীরা আর করতে পারবে না অসভ্যতা।

সচেতন নাগরিক কহে পঞ্চাশ বছর চলে
রাস্তা ঠিক হবে, সবাই ভোটের আগে বলে,
ভোট শেষে ভোট পাখির গজায় ডানা
কোথায় চলে যায়? দূর সে অজানা!

অনেক প্রার্থী সবাই ভালো ভালো কথা কয়
কাকে ভোট দেই? না জানি, কি হয়?
ভোটের আরো কাছে সাতদিন, সময় আছে
প্রার্থীরা সুন্দর করে ঘুরে পিছে পিছে।

প্রার্থীর নির্বাচনে খরচ লাখ বা কোটি টাকা
আয় আছে অনেক, দুহাতে উড়ায় টাকা
কাওকে দেয় টাকা, কাওকে দেয় কথা
সব পূরণ হবে, দরকার শুধু ভোটে জেতা।

গরীব ভোট বিক্রি করে পাপীর কাছে
পাপীর পাপ বহনের জন্য সে প্রস্তুত আছে
সব প্রার্থী পাপী হলে দিবো কারে ভোট?
প্রয়োজনে না ভোট, নহে পাপীর সাথে জোট।

জনগণের ভোট জনগণ দিবে
জনগণ সরকার পরিবর্তন করবে,
টাকায় ভোট কেনা যায়, চাল ডাল দিয়ে যায়
ভোটের দিন গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যায়।

প্রয়োজনে হুমকি ধমকি, ভোট দিয়ে যান
আসেন ভাই আসেন, ভোট দিয়ে যান,
একটা ভোট এক খিলি পান
ভোট শেষে এক কাপ দুধ চা খান।

বিজয়ী প্রার্থী পেল রাজ সিংহাসন
মেনে চলবে সংবিধান, সুন্দর হবে প্রশাসন,
চোর, ডাকাত, দস্যু সব রয়ে গেলো দেশে
কত দল চলে যায়, নতুনরা ক্ষমতায় আসে।

মাদক ব্যবসায়ী, নদীখোর, অত্যাচারী
সবাই পায় যেন নতুন নতুন জমিদারী,
দেশের দুর্নীতি দূর হলো না কোনো দিন
পাঁচ বছর পর পর আসে ভোটের দিন।