বৈষম্য, জুলুম, শোষণ আর ফ্যাসিচার
দানব, হায়েনা, রংবাজ আর অবিচার
খারাপ, অপযশ, বদনাম আর বদাচার
দুশ্চরিত্র, অশালীন, কুচিন্তক আর কদাচার
অসৎ, অন্যায়, অভদ্র আর অনাচার,
মিথ্যুক, মুক অভিনয়, মিথক্রিয়া আর মিথ্যাচার
মর্মর, মূর্খ, কারসাজি আর নির্বিকার
অভদ্র, অমানিশা, অরাজকতা আর অহংকার
স্বার্থপর, লোভি, কর্কশ আর কর্ঠকার
অকৃতজ্ঞ, অমানুষ, অথর্ব আর অর্থাচার
সব মিলিয়ে আস্টে পিস্টে স্বৈরাচার।