সকালবেলা উঠে দেখলাম আকাশে কুয়াশা
একটু পর রোদ, কাঠ ফাটা রোদ আসা,
মন উদাস হল, লেখা আসে না
গরমে রিক্ত হস্তে কলম ধরা হলো না,
দুপুর কুড়িয়ে বিকাল হল
রোদের তেজ অনেক কমল,
হঠাত বৃষ্টিতে ডুবন্ত সূর্যের রক্তিম আভা দেখা হল না
একটি কবিতা তাই লেখা হলো না।

হসপিটালে গিয়ে দেখলাম, অসুস্থ রোগী শত
অনাদরে, বিনা চিকিৎসায় আশাহত,
নানা টেস্ট, হাজার টাকা ফিসের বেড়াজালে
রোগী ফিরছে পঙ্গু পা নিয়ে, রিক্তের অনলে,
কি হয়েছে, শুনা হল না
টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না,
পকেটে কিছু নেই, সাহায্য করা হলো না
একটি কবিতা তাই লেখা হলো না।