বন্যায় আক্রান্ত কুমিল্লা, নোয়াখালী, ফেনী
প্রবাসী এলাকা, রেমিটেন্স আসে বেশী,
বাড়ি ডুবে গেছে, ব্যাংকে আছে টাকা
ছেলে তো আছে ইউরোপ, আমেরিকা,
ত্রাণ, গণত্রাণ, পানি এদের দাও
নৌকা নিয়ে সাহায্যে এগিয়ে যাও,
রাস্তা ভালো, গাড়ি নিয়ে যাবে
পথে ভাল হোটেলে খাবে,
ধনী এলাকা দিলে সুনাম হবে
মিডিয়া কাভার হবে, সেলফি হবে।

বন্যায় আক্রান্ত পঞ্চগড়, ঠাকুরগাও, কুড়িগ্রাম
দরিদ্র এলাকা, কে জানে তার নাম?
বছরে বন্যা হয় দুইবার, ডুবে কেশর
মোবাইলে নাই তার কোন খবর,
সেলফি নাই, পোস্ট নাই, ত্রাণ নাই
ভাল রাস্তা নাই, সরকারী বরাদ্দও নাই,
সম্ভবত ওখানে বড় কোন নেতাও নাই
গরিব বিপদে পরলে, বাচার অধিকার নাই।