বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা

ক্ষমতায় আসা, ক্ষমতায় যেতে চাওয়া
আসা যাওয়া, তৃতীয় পক্ষের সুযোগ নেয়া।
সহিংসতা, নির্যাতন, জুলুম অতি মাত্রা
জনসেবা নামে, মূল বিষয় ক্ষমতা।

হরতাল, অবরোধ, ঘেরাও শান্তিপূর্ণ নামেতে
ঝটিকা ক্ষমতা প্রদর্শন শেষ হয় সংঘাতে।
শান্তিপূর্ণ আন্দোলনের নামে সহিংসতা
আন্দোলন দমনের নামে অমানবিকতা।

বুলেট, বোমা, গুলি আর ইট পাটকেল
আগুন জ্বলে, হামলা আর লাঠির খেল।
কোন পক্ষ দমে দাওয়ার পাত্র নয়
অন্যায় পথে অবলা মনুষ্য প্রাণ হয় ক্ষয়।

পিছনে থাকে দেশী বিদেশী শক্তি
সব মিলিয়ে এক, ভীতিকর পরিস্থিতি,
শেষে ক্ষমতার মসনদে বসে যদি স্বৈরাচার
শুরু হয় দমন, পীড়ন আর অত্যাচার।

ক্ষমতায় আর বিরোধী দল বলে নেই কোনো কথা
সহিংসতা আর গণতন্ত্র যেন এক সাথে গাঁথা।