ভোজ্য তেলের দাম বেড়েছে
মোদের মাথায় হাত,
তেলের চিন্তায় ঘুম আসে না
দিবানিশি রাত।

কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে
মিলছে না যে তেল,
তেলের জন্য এখন মোদের
খাটতে হচ্ছে জেল।

রান্নার জন্য প্রয়োজন হয়
সয়াবিন ও পাম,
রাতারাতি বেড়ে গেছে
সেই তেলেরই দাম।

তেলের মূল্য শুনে মোদের
চোখে আসে জল,
তেল ছাড়া যে দুনিয়াটা
সম্পূর্ণ অচল।