ভালোবাসি পল্লী মায়ের সবুজ-শ্যামল গাও,
ভালোবাসি নদীর তীরের পাল তোলা ওই নাও।
ভালোবাসি কৃষক ভাইদের ধান কাউনের মাঠ,
ভালোবাসি লোকালয়ের পণ্যে ভরা হাট।

ভালোবাসি খর ছাউনের ছোট্ট কুঁড়ে ঘর,
ভালোবাসি নদীর বুকে জমে ওঠা ওই চর।
ভালোবাসি গুলবাগিচার রঙ বে রঙের ফুল,
ভালোবাসি পল্লী মায়ের কর্ণের সোনার দুল।

ভালোবাসি ফল-ফলাদির মিষ্টি মধুর ঘ্রাণ,
ভালোবাসি উদাস বাউলের কণ্ঠের মধুর গান।
ভালোবাসি ধান ক্ষেতের ওই শিশির ভেজা ঘাস,
ভালোবাসি নতুন ঘ্রাণের বকুল ফুলের আঁশ।

ভালোবাসি পাখ-পাখালীর কলরবের প্রাত,
ভালোবাসি রূপালী চাঁদের আলোকিত রাত।
ভালোবাসি হরিৎক্ষেতের ঘাস ফড়িংয়ের নাচ,
ভালোবাসি পুকুর জলের টেংড়া,পুঁটি মাছ।