প্রিয়!আর কত দিন যত্ন করে রেখে দেবো
তব ভালোবাসার লাল গোলাপ।
প্রতীক্ষার অনুতাপে সে যেন শুকিয়ে যাচ্ছে,
একে একে ঝরে যাচ্ছে ফুলের পাপড়ি গুলো।
যে ভালোবাসার লাল গোলাপ ছিড়তে গিয়ে
বিষাক্ত কাটা ফুটেছে আমার হাতে
অঝরে রক্ত ঝরেছে হৃদপিণ্ড থেকে।
বিষাক্ত কাটার অসহ্য যন্ত্রণার তরে আজও,
আমরা নয়নের মণিকোঠায় অশ্রু টলমল করে।
তবু প্রিয়,তব ভালোবাসার লাল গোলাপ বলে
বিষাক্ত কাটার যন্ত্রণা আমি নীরবে সয়ে গেছি।
সযত্নে রেখেছি সেই ভালোবাসার লাল গোলাপ
তোমাকে ভালোবেসে উপহার দেবো বলে।