তুমি আমার মনের মানুষ
চন্দ্র তারার আলো,
তাই তো তুমি আমার কাছে
সবার চেয়ে ভালো।
তুমি আমার প্রাণ ভোমরা
নিত্য দিনের সাথী,
সুখে-দুঃখে চলার পথে
তুমি হীন নেই গতি।
তোমার চোখে চোখটি রেখে
যখন বলি কথা,
তখন আমার দূর হয়ে যায়
মনের সকল ব্যথা।
তুমি আমার মনের মানুষ
সোনার ময়না পাখি,
নিঝুম রাতে কল্পনাতে
তোমার ছবি আঁকি।