রানী,তোমার মুখের মিষ্টি হাসি
আমি যে ভীষণ ভালোবাসি।
রানী,তব রাঙা ঠোঁট দুটি মিঠি
অপরূপ মধুখানা দিঠি।
রানী,তোমার মাথায় কালো কেশ
দেখতে পরীর মত বেশ।
রানী,তোমার কোমল দুটি হাত
মোর মুখে তুলে দেয় ভাত।
রানী,তুমি আমার হীরার খনি
তুমি মোর নয়নের মণি।
রানী,তোমার মুখের মিষ্টি বাণী
মুগ্ধ করে মোর হৃদ খানি।
রানী,তোমার মায়াবী রূপের মুখ
হেরিলে হৃদয়ে আসে সুখ!
রানী,তুমি সাত রাজারই ধন
তব কথা ভাবি সারাক্ষণ!