হে স্বাধীনতা,তোমাকে পাওয়ার জন্য
কত জনম দুঃখিনী মায়ের বুক খালি হয়েছে
একাত্তরের পঁচিশে মার্চ কালো রাতে।
কত অবুঝ শিশু বঞ্চিত হয়েছে
মা-বাবার স্নেহ-ভালোবাসা থেকে।
কত ভাই-বোনের শরীর থেকে রক্ত ঝরেছে
পাষণ্ড নরপশুদের নির্মম বুলেটের আঘাতে।
হে স্বাধীনতা,তোমাকে পাওয়ার জন্য
উত্তপ্ত রাজ পথে নেমে ছিলো হাজার জনতার ঢল,
শক্ত হাতে অস্ত্র ধরে মৃত্যুর পথে পা বাড়িয়ে ছিলো
তরুণ-তরুণী কৃষক-শ্রমিক মুক্তি সেনার দল।
হে স্বাধীনতা,তোমাকে পাওয়ার জন্য
অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে শত শত মানব
নগ্ন পায়ে বহু পথ পাড়ি দিয়েছে মরুর বুকে
দীর্ঘ নয় মাস জীবন যাপন করে নিবিড় ঘন বনে।
হে স্বাধীনতা,তোমাকে পাওয়ার জন্য
কত মা-বোন হয়েছে বিধবা ভেঙেছে হাতের শাখা
মুছতে হয়েছে তাদের সিঁথির সিঁদুর।
ঘরের দুয়ারে বসে অপেক্ষার প্রহরে নীরবে কেঁদেছে
বৃদ্ধ পিতা-মাতা বুকের মানিক ফিরে আসেনি বলে,
অগ্নির দাবানলে পুড়ে ছাই হয়েছে শত শত ঘরবাড়ি
চির সবুজের অপরূপ বরেণ্য ভূমির মাঠ-ঘাট
নিরীহ মানুষের পণ্যে ভরা লোকালয়।