নীলাঞ্জনা আমার এ অবুঝ মন
একটি বার তোমাকে কাছে পেলে
অধর স্পর্শ করতে চাই
তব উষ্ণ ঠোঁটের সিঞ্জনে।
আমার পিপাসিত মন তৃষ্ণা মিটাতে চাই
তোমার কোমল হাতের ঘটির জলে
চোখে চোখ রেখে চুপেচুপে বলতে চাই
অবুঝ মনের অব্যক্ত কথাগুলো।
নীলাঞ্জনা তব চোখের কাজল কালো
দিঘীর জলে ভাসাতে চাই প্রেমের তরী
ভালোবাসার সুখের আবেশে মুগ্ধ হয়ে
হাজার বছর কাটিয়ে দিতে চাই ধরার বুকে।
তোমার মায়াবী মুখের হাসি দেখে
অসংখ্য রাত জেগে থাকতে চাই
বিভোর হয়ে আমি লিখতে চাই
তোমার আমার দীপ্ত প্রেমের কাব্য।