অনেক কথা বলার ছিল প্রিয়!বলা হয়নি আজও,
তুমি অভিমান করে চলে গিয়েছিলে বলে।
সেদিন ছিল ঋতুরাজ বসন্তের শুভ আগমন
শীতের পাতা ঝরা বেদনা বিধুর বিদায়ক্ষণ!
শত বাসন্তীর প্রেমে মুগ্ধ হয়ে তরুশাখে
কোকিল মিষ্টি মধুর সুরে ডাক ছিল।
গাছে গাছে ফুটে ছিল পলাশ,বকুল,শিউলি ফুল
পাখিরা ঝাঁকে ঝাঁকে ফিরছিল আপন নীড়ে।
এমন অপরূপ গোধূলি লগ্নে শুভদৃষ্টি ক্ষণে!
তোমার চোখে,চোখ রেখে বলতে চেয়ে ছিলাম
হে প্রিয়!আমাকে কাছে টেনে আপন করে নিও।
কিন্তু তুমি সেদিন আমার উপর অভিমান করে
একাকী চলে গেলে অজানা বহুদূরে।
ওগো অভিমানি প্রিয়!কি অপরাধ করে ছিলাম আমি?
আমাকে ভুল ঝুঝে কেন এত বড় আঘাত দিলে তুমি।
আমার মনের আকাশটা আজ বিষন্ন কালো মেঘে ঢাকা!
বিজলির আগুনে পুড়ে গেছে আমার প্রেমময় হৃদয়
অতীতের হারানো স্মৃতি গুলো বারবার আমাকে কাঁদায়!
তবু ওগো অভিমানি প্রিয়!সব ব্যথা ভুলে
তোমাকে আজও আমি বড্ড ভালোবাসি।