আষাঢ় গেল শ্রাবণ এলো চারিদিকে খরা,
সূর্যের তীব্র তাপের জন্য মোরা দিশেহারা।
পানির অভাবে মাঠের ফসল পুড়ে হচ্ছে ছাই,
কৃষক ভাইয়ের ফসলের জন্য মনে শান্তি নাই।
মাঠের ফসল শস্য দানার বুক তৃষ্ণায় ভরা,
বর্ষাকালের উষ্ণ খরায় কৃষক সর্বহারা।
হাওর-বাওর নদী-নালা পুকুর জলাশয়,
আষাঢ় শ্রাবণ বর্ষাকালে কোথাও পানি নাই।