ধর্ম নিয়ে তুমুল সংঘর্ষ
চলছে মোদের দেশে,
স্বাধীন মোদের বঙ্গভূমি কেনো
রক্তের স্রোতে ভাসে!
ধর্মের উপর আঘাত হানা
নয়তো শোভা কারো,
অসৎ পথের ভন্ডামি ছেড়ে
সঠিক পথটি ধরো।
ধর্মের উপর আঘাত হেনে
যারা সাজে নব ঋষি!
কঠিন আইনের আওতায় এনে
তাদের দিতে হবে ফাঁসি!
অসৎ কাজের শাস্তি যদি
না হয় ভাল মতো,
ভবিষ্যতে খুন খারাপি
বাড়বে শত শত!
কোরআন নিয়ে পাশা খেলা
খেলছো যে সব বেইমান!
তোমাদেরকে ছাড় দেবে না
বিশ্বের সকল মুসলমান।