খোকা যাবে খুকু যাবে
নানা নানির বাড়ি,
তাই তো তাদের বাবা আনলো
টাট্টু ঘোড়ার গাড়ি,।

টাট্টু ঘোড়ার গাড়ি দেখে
অবুঝ খোকা হাসে,
তাই না দেখে খুকু মণি
খকখকিয়ে কাশে।

খুকু মণির কাশি শুনে
মাসি গেল রেগে,
মাসির ভয়ে টাট্টু ঘোড়া
ছুটলো গতির বেগে।