বলতে পারো কোন দেশেতে দোয়েল-শ্যামা ডাকে?
সকল ধর্মের মানবজাতি মিলেমিশে থাকে।
কোন দেশেতে সবুজ বনে শিশিরকণা হাসে?
বিলে-ঝিলে শাপলা-শালুক মনের সুখে ভাসে।
কোন দেশেতে ফুল বাগানে হাজার পুষ্প ফোটে?
যেই বাগানে মৌ-পাপিয়া বিভোর হয়ে ছোটে।
কোন দেশেতে হাজার নদী নিরবধি চলে?
জলতরঙ্গের ঊর্মিমালা দেশের কথা বলে।
কোন দেশেতে সোনার বরন ফসল ফলায় চাষা?
দিবানিশি কামার-কুমার দেখে সুখের আশা।
কোন দেশেতে ছড়িয়ে আছে মায়ের ভালোবাসা?
অ-আ-ক-খ বর্ণমালার মিষ্টি মধুর ভাষা।
কোন দেশেতে বন-বনানীর সবুজ-শ্যামল বেশ?
মেঠো পথের কাঁদামাটির গন্ধের আছে রেশ।
কোন দেশেতে পল্লীগাঁয়ের রূপের নেইতো শেষ?
সে আমাদের মাতৃভূমি সোনার বাংলাদেশ।