আমরা কৃষক শ্রমিক বলে কি অভিশপ্ত?
কেনো সমাজের মানুষ করে অবহেলা অনিহা,
শ্রমের ন্যায্য মূল্য চাইতে গেলে
শাসক শ্রেণী মারে চাবুকের আঘাত।
গ্রীষ্মের দুপুরে ঘামের গন্ধে ভেজা
মলিন দেহ বলে পাশে বসতে চাই না কেহ।
তবে কি আমরা ঘৃণিত মানব!
সমাজের মানুষের কাছে নেই কোন মূল্য?
মাথা উঁচু করে বেঁচে থাকা নেই কোন অধিকার?
আমাদের হাড় ভাঙা অক্লান্ত পরিশ্রমে তো
তিলে তিলে বড় হয় মাঠের ফসল
নির্মিত হয় ইট পাথরের বড় বড় দালান কোঠা।
তবে কেনো আমাদের ক্ষুধার্ত পেটে
দু'বেলা দু'মুঠো পান্তা ভাত জোটে
রাতের আঁধারে মাথা গোজার ঠায় হয় ফুটপথে।
কোথায় আজ সমাজপতির দল?
যারা মানবতার তরে সদা সর্বদা চেচিয়ে মরে।
তারা একটু অনূভব করেছে কি?
কৃষক শ্রমিকের দুঃখ কষ্টের হাল।
আশ্রয়হীন মোরা কৃষক শ্রমিক প্রভুর দুনিয়াই
বেঁচে থাকার তাগিদে দুনিয়ার বুকে করছি কত লড়াই।
হৃদয়ের মাঝে লুকানো ব্যাথা কেউ দেখে না চেয়ে,
তবু মোরা হিংসা,বিদ্বেষ মান-অভিমান ভুলে
দেশের সম মানবের ঘরে কল্যাণ এনেছি বয়ে।