বিজয় সুখে সুপ্রভাতে সবুজ বরণ পাখি,
আকাশ তলে ডানা মেলে করে ডাকাডাকি।
গাছ-গাছালি তরুলতার সবুজ পাতার ফাঁকে,
স্বপ্নঘুড়ির নিশান বেশে দেশের ছবি আঁকে।
মনের সুখে হাসি মুখে গায় বিজয়ের গান,
প্রভাত ফেরির সমাবেশে ছড়ায় মধুর ঘ্রাণ।
গুলবাগিচার সুবাসিত পুষ্প হয়ে ফোটে,
দুষ্টু চপল ছেলে-মেয়ের সঙ্গী হয়ে ছোটে।
সেই পাখিটা দেয় পরিচয় সবুজ দেশের নামে,
যে দেশেটা কেনা হলো লক্ষ প্রাণের দামে।
ছেলে হারা শত মায়ের চোখের অশ্রু দিয়ে,
লক্ষ কোটি বীরসেনাদের রক্তের বিনিময়ে।