ভ্রমরের গুণ গুণ
শরতের ফুলে,
কাশবনে সাদা সাদা
পুষ্প কলি দোলে।

তাল পাকে আঁটি আঁটি
শরতের মাসে,
মন কাড়ে শোভা শোভা
শেফালির আশে।

সাধকের গানে গানে
জুড়ে যায় প্রাণ,
কৃষকের মন কাড়ে
মাঠ ভরা ধান।

আসমানে তুলা তুলা
মেঘ দূত ভাসে,
মেঘেদের ফাঁকে ফাঁকে
সূয্যি মামা হাসে।