বাংলাদেশের হৃদয় জুড়ে সবুজ-শ্যামল বন,
রঙ-বেরঙের পাখি যেথায় ডাকে সারাক্ষণ।
মাঠে ভরা সোনার বরণ আমন ধানের ঘ্রাণ,
যার সুবাসে উথলে ওঠে চাষা-ভুষার প্রাণ।
শ্যামল মাঠের সবুজ শোভায় মনটা ভরে যায়,
এমন রূপের সবুজ সতেজ কোনো দেশে নাই।
আমার দেশের মাটি যেন সবুজ-শ্যামল পাতা,
জ্ঞানী-গুণী কবি-শিল্পীর কাব্য লেখার খাতা।
যাহার বুকে পদ্মা-মেঘনা শত শত নদী
জলতরঙ্গের কলতানে চলে নিরবধি।
রোজ সকালে শিশিরকণা দূর্বা বনে হাসে,
বিলে-ঝিলে শাপলা-শালুক মনের সুখে ভাসে।
যে দেশের ঐ গাছ-গাছালি ফুলে-ফলে ভরা,
যাহা দেখে পাখ-পাখালি হয় যে দিশেহারা।
বৃষ্টিভেজা কাদা-মাটির গন্ধের আছে রেশ,
সে আমাদের বঙ্গভূমি সবুজ পাতার দেশ।