স্বাধীনতা তুমি পঁচিশে মার্চ নিকষ কালরাত
যে কালরাতে ঘাতকের বুলেটের আঘাতে
কেড়ে নিয়েছিল শত শত ভাই-বোনের প্রাণ
মা-বাবার পরম স্নেহ-ভালোবাসা।
স্বাধীনতা তুমি লাল সবুজের বিজয় পতাকা
যে পতাকার জন্য রাজপথে মৃত্যুর মিছিলে
দলে দলে সামিল হয়েছিল হাজার জনতা।
স্বাধীনতা তুমি জনম দুঃখিনী মায়ের শাড়ির আঁচল
যে আঁচলের ছায়া তলে পৃথিবীর ভূগর্ভে
অবুঝ শিশু খুঁজে পাই পরম সুখের ঠিকানা।
স্বাধীনতা তুমি ভোরের শিশির ভেজা নরম দূর্বাঘাস
যে ঘাসের বুকে মিশে আছে লাখ শহীদের রক্ত।
স্বাধীনতা তুমি পুব আকাশের ঝলমলে মিষ্টি রোদ
যে রোদের পরশ পেয়ে চির সবুজের বরেণ্য ভূমির
পবিত্র কাঁদামাটি হয় সোনার চেয়ে খাঁটি।
স্বাধীনতা তুমি চির সবুজের ধান কাউনের মাঠ
যে মাঠের বুকে অক্লান্ত পরিশ্রম আর রোদ বৃষ্টি
সহ্য করে কৃষক-কৃষাণী ফলায় সোনার ফসল।
স্বাধীনতা তুমি কচি কাঁচাদের মুখের মিষ্টি হাসি
বাঙালী জাতির কাছে জয় উল্লাসের রেশ।
স্বাধীনতা তুমি পদ্মা-মেঘনার জল তরঙ্গের
উত্তাল কলতান,যে কলতান শুনে মুগ্ধ করে প্রাণ।
স্বাধীনতা তুমি বাঙালি জাতির প্রিয় জন্মভূমি
যে জন্মভূমির বুকে শয়িত আছে ত্রিশ লক্ষ শহীদ।
স্বাধীনতা তুমি নিরীহ মানুষের মুক্তির চেতনা
লক্ষ কোটি বাঙালি জাতির মানচিত্র।