রক্ত দানে হয় না ক্ষতি
বাড়ে শান আর মান,
স্বেচ্ছা দানে রক্ত দিয়ে
বাঁচাও একটি প্রাণ।
মুমূর্ষু রোগি মরে
রক্ত নাহি পায় ,
স্বেচ্ছা দানে রক্ত দিয়ে
জীবন বাঁচাও ভাই।
হিংসা বিদ্বেষ কেউ মানে না
রক্ত প্রতিদানে,
স্বেচ্ছা দানে রক্ত দিয়ে
খোদার বিধান মানে।
ধর্ম বর্ণ জাত কুলে ভেদ
রক্ত দানে নাই,
নারী পুরুষ সবাই মিলে
রক্ত দিতে চাই।
আত্ম বিশ্বাস বাড়াও সবাই
রক্ত দানের প্রতি,
রক্ত দানে রক্ত দাতার
স্বাস্থ্যের হয় না ক্ষতি।
উদার মনে রক্তের টানে
রক্ত করো দান,
স্বেচ্ছা দানে রক্ত দিয়ে
বাড়াও সেবার মান।