দুষ্টু ছেলে দুষ্টু মেয়ে
আর করো না হেলা,
কোরআন-হাদিস পড় সবে
সকাল-সন্ধ্যা বেলা।

কোরআন-হাদিস পাঠ করিলে
আঁধার যাবে ঘুচে,
ধরার মাঝে পাপের হিসাব
যাবে সব‌ই মুছে।

সত্য-ন্যায়ের জীবন গড়তে
পড় তোমরা কোরআন,
বুঝে সুঝে পড়লে কোরআন
জ্ঞান হবে অফুরান।

কোরআন-হাদিস শিক্ষা অর্জন
মজবুত করে ঈমান,
ধরার মাঝে আল্লাহ তা'লা
বাড়িয়ে দেয় সম্মান।

দুষ্টু ছেলে দুষ্টু মেয়ে
আয়রে তোরা আয়,
কোরআন-হাদিসের শিক্ষা নিতে
মাদরাসাতে যাই।