আভিজাত্যের গৌরবের উম্মাদনায়
মেতেছে আজ পৃথিবীর সম মানব জাতি।
প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হচ্ছে
নিরীহ,মাজলুম,অসহায় মানুষের ঘরবাড়ি
বুলেটের আঘাতে কেড়ে নিচ্ছে
শত শত অবুঝ শিশুদের প্রাণ।
চারিদিকে শোনা যায় গোলা বারুদের
বিকট শব্দ আর অসহায় মানুষের আর্তনাদ;
অসহায় মানুষের আর্তনাদ কিংবা
গোলা বারুদের শব্দ শুনে
পৃথিবীর ভুগর্ভে ঘুমন্ত শিশু জাগ্রত হয়।
নদীর বুকে রক্তের নোনা জল জমাট বাঁধে
মাটির বুকে জমে ওঠা কচিকাঁচা দূর্বা ঘাস
ভিজে যায় রক্তের নোনা জলে
রাতের আকাশে ফানুস নয়
গোলা বারুদের ফুলকি উড়ে
সমুদ্রের বুকে দাউদাউ করে আগুন জ্বলে
রাজপথে কিংবা বাড়ির আঙ্গিনায় পড়ে থাকে
শত শত অর্ধ গলিত প্রিয়জনদের লাশ।
প্রিয়জনদের অর্ধ গলিত লাশের পাশে
ভীড় করছে শগুন আর হায়নার দল
তাদের হিংস্র থাবায় ক্ষত-বিক্ষত হচ্ছে মৃত দেহ।।
মুক্ত আকাশে দখিনা বাতাসে যেন লাশের গন্ধ উড়ে
উত্তপ্ত রাজপথে কিংবা নদীর বুকে
অনবরত রক্তের স্রোত বয়ে যায়।
শত শত পিতা-মাতার মৃত দেহের পাশে
নীরবে কাঁদে জনম দুঃখিনী মায়ের অবুঝ শিশুটি।
কত অবুঝ শিশু চিরতরে বঞ্চিত হচ্ছে,
পিতা-মাতার পরম স্নেহ-ভালোবাসা থেকে
কে দেখবি তাদের আহাজারি,আর্তনাদ,চিৎকার
এই পৃথিবীর মানব জাতি যে আজ বড়ই নিষ্ঠুর।